শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

৪ বছর অচল এক্সরে মেশিন

দিনাজপুর প্রতিনিধি

৪ বছর অচল এক্সরে মেশিন

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে বিভাগের দরজায় ঝুলছে তালা -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ বছর ধরে এক্সরে মেশিন অচল হয়ে পড়ে আছে। হাসপাতালে একজনও কনসালটেন্ট নেই। এরপরও সেবা দিয়ে যাচ্ছেন কর্মরত চিকিৎসকগণ। এক্সরে মেশিন অচলের সুযোগ নিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকদের দালালদের খপ্পরে পড়তে হচ্ছে রোগীদের। দ্রুত এক্সরে কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জানা যায়, খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০৩ সালে এক্সরে বিভাগ চালু হয়। ওই সময় থেকে প্রতিদিন ইনডোরের ৭-৮ জন রোগীর এক্সরে করা হতো। ২০১৭ সাল থেকে এক্সরে মেশিন অচল হওয়ায় প্রায় চার বছর ধরে তা বন্ধ রয়েছে। বাধ্য হয়ে হাসপাতালে সেবা নিতে আগত রোগীরা রোগ নির্ণয়ে প্রাইভেট ডায়াগনস্টিকে গিয়ে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। খানসামা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, এক্সরে মেশিন সংস্কার কিংবা নতুন মেশিনের চাহিদা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েক দফায় চিঠি দিয়ে অবগত করেছি। দ্রুত এক্সরে মেশিন চালু করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর