রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

কুড়িগ্রামে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

করোনার প্রাদুর্ভাবের মধ্যেই কুড়িগ্রামে ডায়রিয়া ও ভাইরাস জ্বরের প্রকোপ বেড়েছে। এখন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর না থাকলেও প্রতিদিন ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগী। আক্রান্তদের বেশির ভাগই শিশু, নারী ও বৃদ্ধ। এ ছাড়া ভাইরাস জ্বরেও আক্রান্ত হচ্ছেন অনেকে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে আড়াই শতাধিক ডায়রিয়া রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন। এখনো ভর্তি আছেন অর্ধশতাধিক। প্রতিদিন রোগী বাড়ায় ডায়রিয়া ইউনিটে চাপ বেড়েছে। ডায়রিয়া ওয়ার্ডে বেড সংকটের কারণে মেঝেসহ বিভিন্ন স্থানে জায়গা হয়েছে ডায়রিয়া রোগীর। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নবীউর রহমান বলেন, অতিরিক্ত গরমের কারণে ডায়রিয়া ও ইনফ্লুয়েঞ্জা জ্বরের রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।

সর্বশেষ খবর