বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

আন্দোলন করার মতো শক্তিই বিএনপির নেই : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, আন্দোলন করার শক্তি, সামর্থ্য, সাহস ও জনসমর্থন কোনোটিই বিএনপির নেই। গত ১২ বছরে প্রমাণ হয়েছে তারা আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে। গতকাল শরীয়তপুরের সখিপুর থানার ডিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি আন্দোলন করবে, এমন দুশ্চিন্তা এখন আমাদের মাথায় নেই। তারা ক্ষমতায় থাকতে দুর্নীতি-লুটপাট করেছে, বিদেশে অর্থ পাচার করেছে। ফলে তারা গণধিকৃত দলে পরিণত হয়েছে।   

-শরীয়তপুর প্রতিনিধি

 

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর এক কয়েদি গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হত্যা মামলায় মৃত্যুদন্ডদেশপ্রাপ্ত ছিলেন। তার নাম আবুল বাশার (৪৯)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আবদুল্লাহপুর গ্রামের কোরবান আলীর ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আবদুল জলিল জানান, আবুল বাশার সোমবার দিবাগত রাতে বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার উন্নতি না হলে চিকিৎসকদের পরামর্শে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৭টায় তিনি মারা যান। ২০১৪ সালে আবুল বাশারকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে স্থানান্তর করা হয়।

-গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর