বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

হিলিতে চক্ষুশিবির

হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে গরিব অসহায় দুস্থ চক্ষু রোগীদের চিকিৎসা সেবায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। হাতের কাছে বিনামূল্যে  চোখের এমন চিকিৎসাসেবা  পাওয়ায় খুশি স্থানীয় এলাকাবাসী। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ছহির উদ্দিন এনএস ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সকাল  থেকে দুপুর পর্যন্ত দিনব্যাপী বিনামূল্যে এই চক্ষুশিবির অনুষ্ঠিত হয়।

জয়পুরহাটের খনজনপুর মিশন হেলথ সার্ভিসের সহযোগিতায় দেলোয়ার হোসেন, (অপথআলমিক প্যারামেডিক্স) বার্নাবাস মুর্মু (আইটেস্ট), উজ্জ্বল মার্ডি (কাউন্সেলর) এর নেতৃত্বে একটি মেডিকেল টিম এলাকার শতাধিক চক্ষুরোগীদের চোখ পরীক্ষা করাসহ চোখের নানাবিধ পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। এর মধ্যে ২০জনকে ছানিজনিত চক্ষুরোগীকে শনাক্ত করা হয় যাদেরকে পরবর্তীতে মিশনে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে তাদের ছানি অপারেশন করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর