ভেজাল খাদ্য বিক্রির অভিযোগে ঠাকুরগাঁওয়ের দুটি হোটেল মালিককে ৬ লাখ টাকা জরিমানা ও দুজনকে আটক করেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। গত মঙ্গলবার বিকালে জেলা শহরের গাওসিয়া ও রোজ হোটেলে অভিযান পরিচালনার সময় এ জরিমানা করা হয়। অন্যদিকে আটক ও জরিমানার প্রতিবাদে ওই দিন রাতেই জেলার সব হোটেল ও রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে হোটেল মালিক ও শ্রমিক সমিতি। জেলা শহরের সব বেকারিতে শ্রমিক না থাকায় বেকারিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের নেতৃত্বে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ও মো. আলাউদ্দীনকে সঙ্গে নিয়ে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ এর অধীন ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ পরিচালনা করেন। জানা যায়, বাসি, পচা, দুর্গন্ধ খাবার রাখার অভিযোগে শহরের চৌরাস্তার হোটেল গাওসিয়া ও হোটেল রোজের ম্যানেজারদ্বয়ের প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদন্ড আরোপ করা হয়। দুটি হোটেলকে ৩ লাখ করে ৬ লাখ টাকা জরিমানা করে। এ সময় রোজ হোটেলের ম্যানেজার রুবেল হোসেন ও গাওসিয়া হোটেলের ম্যানেজারকে আটক করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে দুই হোটেলের অর্ধশত হোটেল শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ও চৌরাস্তা ট্রাফিক মোড়ে ইফতারি খাবার ফেলে প্রতিবাদ শুরু করেন শ্রমিকরা। সে সময় শ্রমিক হেনস্থার প্রতিবাদ জানিয়ে আটক শ্রমিকের মুক্তি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করে দুই হোটেলের শ্রমিকরা। এদিকে জেলা শহরের হোটেল ও বেকারির দোকানগুলো বন্ধ থাকায় শ্রমিক ও কর্মচারীদের রাতের সাহরির জন্য ছোটাছুটি করতে দেখা যায়। এ ছাড়াও শিশু খাদ্যের জন্য অভিভাবকরা দুচিন্তায় পড়ছেন। অপরদিকে জব্দকৃত বাসি, দুর্গন্ধ খাবার সদর থানায় নিয়ে যাওয়া হলে পুরো থানায় খাবারের দুর্গন্ধ ছড়িয়ে যায়। এমন কি দেখা যায় খাবারগুলো এতটাই পচা দুর্গন্ধ যে পাশে থাকা বিড়ালটিও খাবার থেকে মুখ ফিরিয়ে নেয়।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
ঠাকুরগাঁওয়ে দুই রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর