ভেজাল খাদ্য বিক্রির অভিযোগে ঠাকুরগাঁওয়ের দুটি হোটেল মালিককে ৬ লাখ টাকা জরিমানা ও দুজনকে আটক করেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। গত মঙ্গলবার বিকালে জেলা শহরের গাওসিয়া ও রোজ হোটেলে অভিযান পরিচালনার সময় এ জরিমানা করা হয়। অন্যদিকে আটক ও জরিমানার প্রতিবাদে ওই দিন রাতেই জেলার সব হোটেল ও রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে হোটেল মালিক ও শ্রমিক সমিতি। জেলা শহরের সব বেকারিতে শ্রমিক না থাকায় বেকারিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের নেতৃত্বে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ও মো. আলাউদ্দীনকে সঙ্গে নিয়ে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ এর অধীন ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ পরিচালনা করেন। জানা যায়, বাসি, পচা, দুর্গন্ধ খাবার রাখার অভিযোগে শহরের চৌরাস্তার হোটেল গাওসিয়া ও হোটেল রোজের ম্যানেজারদ্বয়ের প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদন্ড আরোপ করা হয়। দুটি হোটেলকে ৩ লাখ করে ৬ লাখ টাকা জরিমানা করে। এ সময় রোজ হোটেলের ম্যানেজার রুবেল হোসেন ও গাওসিয়া হোটেলের ম্যানেজারকে আটক করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে দুই হোটেলের অর্ধশত হোটেল শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ও চৌরাস্তা ট্রাফিক মোড়ে ইফতারি খাবার ফেলে প্রতিবাদ শুরু করেন শ্রমিকরা। সে সময় শ্রমিক হেনস্থার প্রতিবাদ জানিয়ে আটক শ্রমিকের মুক্তি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করে দুই হোটেলের শ্রমিকরা। এদিকে জেলা শহরের হোটেল ও বেকারির দোকানগুলো বন্ধ থাকায় শ্রমিক ও কর্মচারীদের রাতের সাহরির জন্য ছোটাছুটি করতে দেখা যায়। এ ছাড়াও শিশু খাদ্যের জন্য অভিভাবকরা দুচিন্তায় পড়ছেন। অপরদিকে জব্দকৃত বাসি, দুর্গন্ধ খাবার সদর থানায় নিয়ে যাওয়া হলে পুরো থানায় খাবারের দুর্গন্ধ ছড়িয়ে যায়। এমন কি দেখা যায় খাবারগুলো এতটাই পচা দুর্গন্ধ যে পাশে থাকা বিড়ালটিও খাবার থেকে মুখ ফিরিয়ে নেয়।
শিরোনাম
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ভোটে লড়বেন জোনায়েদ সাকি
- সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই
- আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- ৯৩ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
- তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি
- আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
- শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
- মালদ্বীপে প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রমে মতবিনিময় সভা
- যুক্তরাষ্ট্রে মেয়র-গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
- পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
- আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
ঠাকুরগাঁওয়ে দুই রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর