ভেজাল খাদ্য বিক্রির অভিযোগে ঠাকুরগাঁওয়ের দুটি হোটেল মালিককে ৬ লাখ টাকা জরিমানা ও দুজনকে আটক করেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। গত মঙ্গলবার বিকালে জেলা শহরের গাওসিয়া ও রোজ হোটেলে অভিযান পরিচালনার সময় এ জরিমানা করা হয়। অন্যদিকে আটক ও জরিমানার প্রতিবাদে ওই দিন রাতেই জেলার সব হোটেল ও রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে হোটেল মালিক ও শ্রমিক সমিতি। জেলা শহরের সব বেকারিতে শ্রমিক না থাকায় বেকারিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের নেতৃত্বে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ও মো. আলাউদ্দীনকে সঙ্গে নিয়ে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ এর অধীন ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ পরিচালনা করেন। জানা যায়, বাসি, পচা, দুর্গন্ধ খাবার রাখার অভিযোগে শহরের চৌরাস্তার হোটেল গাওসিয়া ও হোটেল রোজের ম্যানেজারদ্বয়ের প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদন্ড আরোপ করা হয়। দুটি হোটেলকে ৩ লাখ করে ৬ লাখ টাকা জরিমানা করে। এ সময় রোজ হোটেলের ম্যানেজার রুবেল হোসেন ও গাওসিয়া হোটেলের ম্যানেজারকে আটক করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে দুই হোটেলের অর্ধশত হোটেল শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ও চৌরাস্তা ট্রাফিক মোড়ে ইফতারি খাবার ফেলে প্রতিবাদ শুরু করেন শ্রমিকরা। সে সময় শ্রমিক হেনস্থার প্রতিবাদ জানিয়ে আটক শ্রমিকের মুক্তি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করে দুই হোটেলের শ্রমিকরা। এদিকে জেলা শহরের হোটেল ও বেকারির দোকানগুলো বন্ধ থাকায় শ্রমিক ও কর্মচারীদের রাতের সাহরির জন্য ছোটাছুটি করতে দেখা যায়। এ ছাড়াও শিশু খাদ্যের জন্য অভিভাবকরা দুচিন্তায় পড়ছেন। অপরদিকে জব্দকৃত বাসি, দুর্গন্ধ খাবার সদর থানায় নিয়ে যাওয়া হলে পুরো থানায় খাবারের দুর্গন্ধ ছড়িয়ে যায়। এমন কি দেখা যায় খাবারগুলো এতটাই পচা দুর্গন্ধ যে পাশে থাকা বিড়ালটিও খাবার থেকে মুখ ফিরিয়ে নেয়।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল