পুলিশের বিশেষ সেবা ৯৯৯-এ কল পেয়ে নেত্রকোনার কলমাকান্দায় ত্রাণ নিয়ে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করেছে কলমাকান্দা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস। গতকাল দুপুরে উপজেলার নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের সখীপুর থেকে একটি বাজারের ব্যবসায়ীরা নিজেদের অর্থায়নে ত্রাণ নিয়ে সুনামগঞ্জের মহেষখলা ও বাগলি যাওয়ার পথে কলমাকান্দায় এই দুর্ঘটনার কবলে পড়লে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করে। পরবর্তীতে বেঁচে যাওয়া ত্রাণের প্যাকেটগুলো ওই গ্রামেই বিতরণ করে দেন। এর আগে সকালে ১৪ জনের একটি টিম টাঙ্গাইলের সখীপুর থেকে এ সকল ত্রাণ নিয়ে দুপুরে কলমাকান্দায় পৌঁছে। ট্রলারে থাকা কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলার সহ-সভাপতি ও সখীপুর উপজেলার ৬ নম্বর কালিয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার বলেন, আমাদের সখীপুরে একটি বড় বাজার রয়েছে। এটি থেকে বড় রাজস্ব আসে। আমরা সবাই মিলে ব্যবসায়ীদের কাছ থেকে উত্তোলিত টাকা দিয়ে বন্যার্তদের জন্য ৭ কেজি চাল, তেল, ডাল, পিঁয়াজসহ সাড়ে ১০ কেজি করে প্রতি প্যাকেটে মোট ৬০০ প্যাকেট করি। এটি নিয়ে কলমাকান্দা দিয়ে যাচ্ছিলাম। মহেষখলা থেকেই আমাদের জন্য ট্রলারটি পাঠায়। কিন্তু ঘাট থেকে প্রায় এক কিলোমিটারের মতো দূরত্বে হাওরে যেতেই পানির নিচে থাকা একটি পিলারে ধাক্কা খেয়ে ট্রলারে পানি ওঠে যায়। ট্রলারটি ডুবে যেতে থাকলে আমরা তাৎক্ষণিক ফোন দিলে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত যায়। তবে স্থানীয় ওই নোয়াগাঁও এলাকার মানুষ প্রথমেই আমাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। আমরা ত্রাণের তিন ভাগের এক ভাগ প্যাকেট ট্রলারের ছাদে রেখেছিলাম। বাকি দুই ভাগ ভিতরে ছিল। ছাদেরগুলো অরক্ষিত ছিল। পরে ট্রলারের ছাদ ভেঙে ওগুলো বের করা হয়েছে। তবে বেশি ক্ষতি হয়নি। আমরাও কোনো ধরনের আহত হইনি। ত্রাণগুলো পরে তাৎক্ষণিক ওই এলাকার সব বন্যার্তদের মাঝেই বিতরণ করে দেই।
শিরোনাম
- মায়ানগরীতে ফিরছেন ‘নো এন্ট্রি’ খ্যাত সেলিনা
- পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে শোক মিছিল
- ভয়াবহ চোটে মাঠের বাইরে ৫ মাস, দুশ্চিন্তায় বায়ার্ন-মুসিয়ালা
- সরাইলে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
- আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর
- ঠাকুরগাঁওয়ে স্কাউটস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
- রাজধানীতে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে তরুণীকে শ্বাসরোধে হত্যা
- চতুর্থ বারের মতো বাবা, উচ্ছ্বসিত নেইমার
- ভোলায় বৃত্তিপ্রাপ্ত ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা
- গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ট্রাম্পের গলফ ক্লাবের আকাশসীমা লঙ্ঘন, যুদ্ধবিমান দিয়ে তাড়া
- মালয়েশিয়ায় খেলার মাঠেই মারা গেলেন গোলরক্ষক
- শহীদ নারীযোদ্ধাদের পরিবার যেন হারিয়ে না যায়: উপদেষ্টা শারমিন
- গ্রেনাডা টেস্ট: লড়াই জমিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া
- ভাষানটেকে মাদ্রাসা পড়ুয়া শিশুর রহস্যজনক মৃত্যু
- ট্রাম্পের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে, বললেন জেলেনস্কি
- রাজামৌলির ছবিতে প্রিয়াঙ্কা?
- খুশকি দূর করার প্রাকৃতিক উপায়
- ২৩ বছর পর ফিরছে ‘জাদু’? ‘কৃষ-৪’ সিনেমায় থাকছে আরও যে চমক
- কাউফলে আছে নানারকম গুণ