বকেয়া মজুরির দাবিতে ফুঁসে উঠছে চা শ্রমিকরা। দুর্গাপূজার আগে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ না করলে আবারও বাগানে শ্রম অসন্তোষ দেখা দিতে পারে। গতকাল শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই উদ্বোধনের কথা জানান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সহ-সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, ধনা বাউড়ি, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি প্রমুখ। নৃপেণ কুমার পাল বলেন, গত ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন। প্রথা অনুযায়ী ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এই মজুরি কার্যকর হবে। কিন্তু বাগান মালিকরা চলতি বছরের ২৭ আগস্ট থেকে এই নতুন মজুরি কার্যকর করছেন। বকেয়া পরিশোধে মালিক পক্ষ টালবাহানা করছেন। এ ছাড়া মালিক পক্ষ চা বাগানগুলোকে শ্রেণি ভেদ করে শ্রমিকদের সমমজুরি হতে বঞ্চিত করছেন। চুক্তিতে স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের সমপরিমাণ মজুরির কথা থাকলেও বেশিরভাগ চা বাগানের মালিক নিজেরা মজুরি নির্ধারণ করেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা থাকলেও সেখানেও শুভঙ্করের ফাঁকি দেওয়া হচ্ছে। ফলে চা শ্রমিকদের মধ্যে বিরাট ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হতে চলেছে। তাই আসন্ন দুর্গাপূজার আগে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তিনি বলেন, বকেয়া মজুরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা অপরিশোধিত থাকলে পুনরায় শ্রম অসন্তোষ দেখা দিতে পারে। আর এতে চা উৎপাদনে ব্যাঘাত ঘটলে কোনোভাবেই বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নকে দায়ী করা যাবে না। এ বিষয়ে বাংলাদেশিয় চা সংসদের চেয়ারম্যান এম শাহ আলম বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন ২৮ আগস্ট থেকে শ্রমিকদের মজুরি ১৭০ টাকা করে দিতে, আমরা এটা দিচ্ছি। আমরা প্রধানমন্ত্রীর কথার বাইরে তো যেতে পারি না।’ বিভাগীয় শ্রম দফতরের উপপরিচালক নাহিদুল ইসলাম বলেন, ‘২৮ তারিখ থেকে এই নতুন মজুরি কার্যকর, এটা আমাদের ডিজি মহোদয় চা শ্রমিক ইউনিয়নকে চিঠি দিয়ে জানিয়েছেন। এখন আবার বকেয়া মজুরির জন্য সংবাদ সম্মেলন করাটা দুঃখজনক।’
শিরোনাম
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
‘বকেয়া মজুরির দাবিতে ফুঁসে উঠছে চা শ্রমিকরা’
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর