বকেয়া মজুরির দাবিতে ফুঁসে উঠছে চা শ্রমিকরা। দুর্গাপূজার আগে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ না করলে আবারও বাগানে শ্রম অসন্তোষ দেখা দিতে পারে। গতকাল শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই উদ্বোধনের কথা জানান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সহ-সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, ধনা বাউড়ি, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি প্রমুখ। নৃপেণ কুমার পাল বলেন, গত ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন। প্রথা অনুযায়ী ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এই মজুরি কার্যকর হবে। কিন্তু বাগান মালিকরা চলতি বছরের ২৭ আগস্ট থেকে এই নতুন মজুরি কার্যকর করছেন। বকেয়া পরিশোধে মালিক পক্ষ টালবাহানা করছেন। এ ছাড়া মালিক পক্ষ চা বাগানগুলোকে শ্রেণি ভেদ করে শ্রমিকদের সমমজুরি হতে বঞ্চিত করছেন। চুক্তিতে স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের সমপরিমাণ মজুরির কথা থাকলেও বেশিরভাগ চা বাগানের মালিক নিজেরা মজুরি নির্ধারণ করেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা থাকলেও সেখানেও শুভঙ্করের ফাঁকি দেওয়া হচ্ছে। ফলে চা শ্রমিকদের মধ্যে বিরাট ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হতে চলেছে। তাই আসন্ন দুর্গাপূজার আগে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তিনি বলেন, বকেয়া মজুরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা অপরিশোধিত থাকলে পুনরায় শ্রম অসন্তোষ দেখা দিতে পারে। আর এতে চা উৎপাদনে ব্যাঘাত ঘটলে কোনোভাবেই বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নকে দায়ী করা যাবে না। এ বিষয়ে বাংলাদেশিয় চা সংসদের চেয়ারম্যান এম শাহ আলম বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন ২৮ আগস্ট থেকে শ্রমিকদের মজুরি ১৭০ টাকা করে দিতে, আমরা এটা দিচ্ছি। আমরা প্রধানমন্ত্রীর কথার বাইরে তো যেতে পারি না।’ বিভাগীয় শ্রম দফতরের উপপরিচালক নাহিদুল ইসলাম বলেন, ‘২৮ তারিখ থেকে এই নতুন মজুরি কার্যকর, এটা আমাদের ডিজি মহোদয় চা শ্রমিক ইউনিয়নকে চিঠি দিয়ে জানিয়েছেন। এখন আবার বকেয়া মজুরির জন্য সংবাদ সম্মেলন করাটা দুঃখজনক।’
শিরোনাম
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
- জন্মদিনে ঝড় তুললেন রণবীর, ধুরন্ধর’-এ ফিরলেন ভয়ংকর রূপে
‘বকেয়া মজুরির দাবিতে ফুঁসে উঠছে চা শ্রমিকরা’
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর