টাঙ্গাইলের মির্জাপুরে নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় সুইসাইট নোট লিখে কলেজছাত্রী তানিয়া আক্তার (১৮) আত্মহত্যার ঘটনায় সুজন মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের অদূরে কুমারজানী নামক স্থানে করেছে মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং তানিয়ার পরিবারের লোকজন প্ল্যাকার্ড হাতে নিয়ে যোগ দেন। বক্তব্য রাখেন অধ্যক্ষ হারুন অর রশিদ, প্রভাষক আমিনুল ইসলাম, তানিয়ার বাবা হারুন মিয়া ও সহপাঠী তাছলিমা জাহান, অপর্ণা ইসলাম। মির্জাপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সাইদ বলেন, কলেজছাত্রী তানিয়ার আত্মহত্যায় প্ররোচনাকারী সুজন মিয়া আদালতে আত্মসমর্পণ করেছেন। তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।