মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আখাউড়া দিয়ে পাথর আমদানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো পাথর আমদানি হয়েছে। গত রবিবার সন্ধ্যায় ২১টি ট্রাকে প্রায় ৪৫০ টন পাথর বন্দরে প্রবেশ করে। ভারতীয় ট্রাক পাথর নামিয়ে দিয়ে সে দেশে ফিরে গেছে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩৫টি ট্রাকে মোট ৭০০ টন পাথর আসার কথা ছিল। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ ২১ ট্রাক পাথর প্রবেশ করে। বাকিগুলো পরে আসবে। তিনি আরও জানান, চার লেনের আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর সড়ক উন্নয়নে এফকন্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এ পাথর আমদানি করছে। সিএন্ডএফের দায়িত্বে ছিল মেসার্স খলিফা এন্টারপ্রাইজ। মূলত আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পাথর রপ্তানি হতো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর