বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পুলিশের ভুলে জালিয়াতির মামলায় নির্দোষকে আসামি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে পুলিশের তদন্ত কর্মকর্তার ভুলে জাল টাকাসহ আটক মামলায় নিরীহ এক কলেজছাত্রকে আসামি করে আদালতে চার্জশিট দাখিলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কলেজছাত্রের বাবা সন্তানকে মামলার অপবাদ থেকে রক্ষা করতে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী জাহিদুল ইসলাম জুয়েল লালমনিরহাট পৌরসভার খোঁচাবাড়ি ডাইলপট্টি এলাকার আফাজ উদ্দিনের ছেলে। তিনি আদিতমারী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। মামলা সূত্রে জানা গেছে, গত ২০২০ সালের ১১ ডিসেম্বর আদিতমারী উপজেলা সাপ্টিবাড়ি বাজারের মুদি দোকানদার রফিকুল ইসলামের দোকানে পণ্য কিনতে গিয়ে জাল টাকাসহ এক যুবক আটক হন। এ সময় ওই যুবকের কাছ থেকে একটি ১ হাজার ও ছয়টি ৫০০ টাকার জাল নোটসহ ৪ হাজার টাকা উদ্ধার করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় পরদিন ১২ ডিসেম্বর জাল টাকা সরবরাহ আইনে আটক যুবকের নামে আদিতমারী থানায় মামলা করেন মুদি দোকানদার রফিকুল ইসলাম। কিন্তু আটক যুবক নিজের ঠিকানা গোপন করে প্রতিবেশী জাহিদুল ইসলাম জুয়েলের নাম-ঠিকানা ব্যবহার করেন।

 

সর্বশেষ খবর