কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে কোটি টাকার ভারতীয় পণ্যসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সকালে র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গত বৃহস্পতিবার সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বালিখলা বাজারঘাটসংলগ্ন একটি দোকানঘর থেকে শাড়ি, লেহেঙ্গা, ডাবুর আমলা তেল এবং ফ্রি নিউ ডাবুর রেড পেস্ট। এ ছাড়া হিমালয়া পিউরিফাইং নিম ফেইস ওয়াশ এবং একটি কমপ্লিট কেয়ার টুথপেস্ট, বরোলিন এন্টিসেপটিক আয়ুর্বেদিক ক্রিম, কাবেরি মেহেদি কোনসহ চারজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা পণ্যে শুল্ককর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলে র্যাব জানায়। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা দিয়ে গ্রেফতার চারজনকে পুলিশে সোপর্দ করা হয়।