বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অভিনব প্রতারণা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের স্বামীকে তালাক দিয়ে প্রতারণা করে বদলির অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। এ নিয়ে ওই এলাকায় চলছে সমালোচনা। অভিযুক্ত ওই শিক্ষিকা উপজেলার এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্বে রয়েছেন। জানা গেছে, কোটচাঁদপুরের এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা আফরোজ ডলি গত ১৫ সেপ্টেম্বর বদলির জন্য অনলাইনে আবেদন করেন। বদলিজনিত নীতিমালায় আছে ডিভোর্সি বা তালাকপ্রাপ্তদের জন্য প্রাপ্ত ১৫ নম্বর যুক্ত হবে। তিনি অতিরিক্ত ১৫ নাম্বার পাওয়ার জন্য গত ২৫ আগস্ট কোটচাঁদপুর  পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কাজীর মাধ্যমে কৌশলে তাঁর স্বামী মমিনুল ইসলাম  তোতাকে তালাক দেন। এরই মধ্যে বদলি প্রক্রিয়ার কার্যক্রম শেষ করে আবারও ওই স্বামীর সঙ্গে সংসার শুরু করেন শাহানা আফরোজ ডলি। বিষয়টি নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কোটচাঁদপুর উপজেলার এক সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রধান শিক্ষিকা শাহানা আফরোজ ডলি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসিত বরণ পালকে ম্যানেজ করে প্রতারণার মাধ্যমে  কোটচাঁদপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়েছেন। এ সব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিকা শাহানা আফরোজ ডলি জানান, আমি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বদলি হয়েছি। একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।  কোটচাঁদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসিত বরণ পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই সময়ে আমি বুঝতে পারিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর