কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস ও হলগুলো ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত রাখতে যৌথভাবে দিনব্যাপী মশক নিধন অভিযান পরিচালনা শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কুমিল্লা সিটি করপোরেশন। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে এ অভিযান পরিচালনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক এই তথ্য নিশ্চিত করেন।