বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ধামরাইয়ে দফায় দফায় হামলা, বাড়ি ভাঙচুর

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে জমি দখল করে খেলার মাঠ বানানোর চেষ্টাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে এবং ৩০ জনের নাম উল্লেখসহ ৬০ জনকে অজ্ঞাত আসামি করে গতকাল সকালে ধামরাই থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত আতিকুর রহমান মুকুল হামলার কথা অস্বীকার করে  জানান, উল্টো তারাই (অভিযোগকারীরা) আমাদের ওপর হামলা করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল কাদের মোল্লা জমি দখল করে মাঠ বানানোর ঘটনায় বাড়িঘর ভাঙচুরের নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি জানান। ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ব্যক্তিমালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে মাঠ বানানোর ঘটনায় বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, খাসজমিতে মাঠ বানানোর জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিলেন আতিকুর রহমান মুকুল। সেখানে মাঠ করার মতো পর্যাপ্ত খাস জমি না থাকায় নিষেধ করা হয়েছে।

সর্বশেষ খবর