রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বিচার দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে সিএনজি স্টেশনের জিবির (চাঁদা) টাকা নিয়ে বিরোধে আবুল কাসেম (৩৭) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল উপজেলার শিকারপুর মালিবাড়ির কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিমসার-কংশনগর বাজার সড়কের শিকারপুর এলাকার নারী-পুরুষরা বিচার ও জিবি উত্তোলন বন্ধের দাবিতে লাশ নিয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী, পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. জাবেদুল ইসলাম এবং ইউপি সদস্যদের আশ্বাসে স্থানীয় লোকজন অবরোধ তুলে নেন। নিহতের বড় ভাই সিএনজি অটোরিকশা চালক আবুল কালাম বলেন, সকালে তিনি উপজেলার নিমসার বাজারে সিএনজি অটোরিকশা নিয়ে আসেন। এ সময় নিমসার বাজারে জিবির ( চাঁদা) টাকাকে কেন্দ্র করে সায়েদুল, মিজান, বাকিরসহ ৬-৭ জন তার ওপর হামলা চালায়। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার ছোট ভাই আবুল কাসেম হাসপাতালে বড় ভাইকে দেখে বাড়ি ফেরার পথে শিকারপুর মালিবাড়ির এলাকায় সায়েদুল, মিজান, বাকিরসহ ৬-৭ জন পথ রোধ করে তাকেও পিটিয়ে মারাত্মক আহত করে। কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাসেমকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী বলেন, জিবির নামে চাঁদাবাজির কারণে প্রতিনিয়ত নানা অঘটন ঘটে। প্রথমে বড় ভাই আবুল কালাম পিটিয়ে আহত করে। পওে ছোট ভাই আবুল কাসেম বাড়ি ফেরার পথে তাকেও পিটিয়ে হত্যা করে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। বুড়িচং থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, জিবির টাকা নিয়ে মারামারির ঘটনায় একজনের মৃত্যুর খবর পাই। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। রাত ৮টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

সর্বশেষ খবর