নাশকতা চেষ্টার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান ও জেলা জামায়াতের নায়েবে আমির নুরুল হুদাসহ বিএনপি-জামায়াতের আট নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শহরতলীর খানপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্যরা হলেন- জেলা জামায়াতের পশ্চিম জোনের আমির মোশাররফ হোসেন সরদার (৬২), সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম (৪২), শিবপুর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল হাকিম সরদার (৪০) ও ছাত্র শিবিরের সভাপতি আবদুল হাকিম মোল্লা মিন্টু (৩০), জামায়াত নেতা জামশেদ আলম (৬০) ও ফজর আলী মোল্লা (৬৪)।
সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল খান জানান, একত্রিত হয়ে বৈঠক করার সময় গোপন তথ্যের ভিত্তিতে চারটি ককটেলসদৃশ বস্তুসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক আজিজ মাহমুদ বাদী একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারদের জেলহাজতে পাঠানো হয়েছে।