কিশোরগঞ্জ শহরের পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। কিশোরগঞ্জ পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে গতকাল শহরের বত্রিশ নতুন পল্লী সড়কে এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে শহরের প্রামাণিক বাড়ির দীঘি, রথখলার দীঘি, সুইপার কলোনিসংলগ্ন পুকুর, বিন্নগাঁও মঙ্গল সাহা বাড়ির পুকুর রক্ষার্থে দ্রুত ব্যবস্থা গ্রহণ, পুকুরপাড়ে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদসহ বিভিন্ন দাবি জানানো হয়।