রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইন ও ইয়াবাসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ শাহীনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। শাহীন উপজেলার মৃত আক্কাস শেখের ছেলে। গতকাল সকালে শেখ শাহীনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। পুলিশ জানায়, শনিবার রাতে দৌলতদিয়া ইউনিয়নের শেখ শাহীনের শয়ন কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহীনের তথ্য মতে তার শয়ন কক্ষের সোফার নিচ থেকে ১৬৩ গ্রাম হেরোইন ও ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে এর আগের ১টি অস্ত্র, ১টি মাদকসহ মোট ৪টি মামলা রয়েছে।