সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সভা করেছেন মুনলাক্স অ্যাপারেলস শ্রমিকরা। গতকাল সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় কারখানার সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। শ্রমিক সাকিবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- শ্রমিক নেতা এম এ শাহীন, ইকবাল হোসেন, শ্রমিক রানী, রাজ্জাক প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকদের বেতন বকেয়া রেখে ৩০ মার্চ থেকে মুনলাক্স অ্যাপারেলস কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে কারখানার প্রায় ৫ শতাধিক শ্রমিক কর্মচারী অনিশ্চয়তার মধ্যে পড়ে। শ্রমিকদের আইনগত সব পাওনা পরিশোধের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও মালিক পাওনাদী পরিশোধ করছে না। চাকরি হারিয়ে তারা মানবেতর জীবন-যাপন করছেন। বক্তারা আগামী ৩ দিনের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করার দাবি জানান।