ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি’ দেওয়া হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর পক্ষ থেকে এ বৃত্তি দেওয়া হয়। এসডিএফর যশোর আঞ্চলিক পরিচালক হেদায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।