ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকায় প্রবহমান খাল বাঁধ দিয়ে আটকিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে নিজামিয়া, চর উত্তমপুরসহ তিন গ্রামের প্রায় ২ হাজার পরিবার। পানি প্রবাহ বন্ধ থাকায় আসন্ন আমন মৌসুমের বীজতলা তৈরি নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা। সরেজমিন দেখা যায়, দীর্ঘদিন পানি চলাচল না করতে পারায় দুর্গন্ধ ছড়াচ্ছে ওই এলাকার পুকুর ও ডোবার পানি থেকে। এসব পানি ব্যবহার করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন নারী ও শিশুরা। দীর্ঘদিন পানি আটকে থাকায় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী, কবির হোসেন, আবুল কালাম, চান মিয়া, কহিনুর বেগম ও বেলায়েত হোসেন জানান, মাঠ শুকনো রেখে পৌষের ধান কাটা ও রবিশস্য ফলানোর জন্য প্রতি বছর অগ্রহায়ণ মাসে এলাকার সবার কাছ থেকে টাকা (চাঁদা) তুলে শাহজালাল সানু নামে এক শ্রমিক দিয়ে খালে বাঁধ দেন। বৈশাখ মাসের প্রথম দিকে সেই বাঁধ কেটে দেওয়া হয়। শাহজালাল সানু এ বছর কিছুতেই বাঁধ কেটে দেবে না, এমনকি কাউকে কাটতেও দেবেন না বলে সাফ জানিয়ে দেন। তিনি ওখানে মাছ চাষ করবেন বলেও জানান তারা। ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত সপ্তাহে বাঁধ কাটতে গেলে সানুসহ তার লোকজন বাগবিতণ্ডায় জড়ায় এবং আমাদের ওপর চড়াও হয়। স্থানীয়রা আরও জানান, বাঁধের কারণে দীর্ঘদিন পানি আটকে থাকায় প্রতিটি পুকুর ও ডোবার পানি পচে (নষ্ট) গেছে। গোসল ও রান্নার কাজে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এ পানি। এতে ডায়রিয়া, চর্মরোগ ও এলার্জিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। এ ছাড়া আমন ধানের বীজতলা তৈরি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য শাহজালাল সানু জানান, স্থানীয়রা মিলে এ বাঁধ দেওয়া হয়েছে। সবাই মিলেই আগামী কয়েক দিনের মধ্যে এটা কেটে দেওয়া হবে। এ ছাড়া তাদের ওখানে পানি আসা-যাওয়ার জন্য অন্য একটি খাল রয়েছে। সেখান থেকে পানি আসা-যাওয়া করে। বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুদ্দিন সুরুর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বাঁধ কেটে দেওয়া হবে। সমস্যা নেই। রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি জানান, বিষয়টি আমরা শুনেছি। খুব দ্রুত বাঁধ কেটে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
শিরোনাম
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহতদের পরিবারে ক্ষতিপূরণের চেক বিতরণ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭২৬
- ইউক্রেনকে তহবিল দিতে ইইউ’র রুশ সম্পদ ব্যবহারের পদক্ষেপ ব্যর্থ
- বাংলাদেশ থেকে প্রশিক্ষিত তিন হাজার কর্মী নেবে জাপান
- দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও শি জিন পিং
- ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাসের তীব্র নিন্দা বাংলাদেশের
- এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে : নীলা চৌধুরী
- নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব
- ব্রয়লার ১৭০, পাঙাশ ১৮০, গরু ৭৪০, ডিমের হালি ৫০....
- রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি, কমেছে সবজির দাম
- ভারতের বাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত বেড়ে ২৫
- জামায়াত শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে : রুমিন ফারহানা
- ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ছে: মাদুরো বললেন, “এই ভূমিকে কেউ ছুঁবে না”
- স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে দুই সিনেমা: ‘চেইনসো ম্যান’ ও ‘কন্যা’
- মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বেলারুশের মডেলের ‘রহস্যজনক মৃত্যু’
- দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ভারতে এসি বাসে ভয়াবহ আগুন, অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা
- রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২
- ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ