ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকায় প্রবহমান খাল বাঁধ দিয়ে আটকিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে নিজামিয়া, চর উত্তমপুরসহ তিন গ্রামের প্রায় ২ হাজার পরিবার। পানি প্রবাহ বন্ধ থাকায় আসন্ন আমন মৌসুমের বীজতলা তৈরি নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা। সরেজমিন দেখা যায়, দীর্ঘদিন পানি চলাচল না করতে পারায় দুর্গন্ধ ছড়াচ্ছে ওই এলাকার পুকুর ও ডোবার পানি থেকে। এসব পানি ব্যবহার করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন নারী ও শিশুরা। দীর্ঘদিন পানি আটকে থাকায় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী, কবির হোসেন, আবুল কালাম, চান মিয়া, কহিনুর বেগম ও বেলায়েত হোসেন জানান, মাঠ শুকনো রেখে পৌষের ধান কাটা ও রবিশস্য ফলানোর জন্য প্রতি বছর অগ্রহায়ণ মাসে এলাকার সবার কাছ থেকে টাকা (চাঁদা) তুলে শাহজালাল সানু নামে এক শ্রমিক দিয়ে খালে বাঁধ দেন। বৈশাখ মাসের প্রথম দিকে সেই বাঁধ কেটে দেওয়া হয়। শাহজালাল সানু এ বছর কিছুতেই বাঁধ কেটে দেবে না, এমনকি কাউকে কাটতেও দেবেন না বলে সাফ জানিয়ে দেন। তিনি ওখানে মাছ চাষ করবেন বলেও জানান তারা। ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত সপ্তাহে বাঁধ কাটতে গেলে সানুসহ তার লোকজন বাগবিতণ্ডায় জড়ায় এবং আমাদের ওপর চড়াও হয়। স্থানীয়রা আরও জানান, বাঁধের কারণে দীর্ঘদিন পানি আটকে থাকায় প্রতিটি পুকুর ও ডোবার পানি পচে (নষ্ট) গেছে। গোসল ও রান্নার কাজে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এ পানি। এতে ডায়রিয়া, চর্মরোগ ও এলার্জিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। এ ছাড়া আমন ধানের বীজতলা তৈরি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য শাহজালাল সানু জানান, স্থানীয়রা মিলে এ বাঁধ দেওয়া হয়েছে। সবাই মিলেই আগামী কয়েক দিনের মধ্যে এটা কেটে দেওয়া হবে। এ ছাড়া তাদের ওখানে পানি আসা-যাওয়ার জন্য অন্য একটি খাল রয়েছে। সেখান থেকে পানি আসা-যাওয়া করে। বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুদ্দিন সুরুর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বাঁধ কেটে দেওয়া হবে। সমস্যা নেই। রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি জানান, বিষয়টি আমরা শুনেছি। খুব দ্রুত বাঁধ কেটে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ