ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকায় প্রবহমান খাল বাঁধ দিয়ে আটকিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে নিজামিয়া, চর উত্তমপুরসহ তিন গ্রামের প্রায় ২ হাজার পরিবার। পানি প্রবাহ বন্ধ থাকায় আসন্ন আমন মৌসুমের বীজতলা তৈরি নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা। সরেজমিন দেখা যায়, দীর্ঘদিন পানি চলাচল না করতে পারায় দুর্গন্ধ ছড়াচ্ছে ওই এলাকার পুকুর ও ডোবার পানি থেকে। এসব পানি ব্যবহার করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন নারী ও শিশুরা। দীর্ঘদিন পানি আটকে থাকায় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী, কবির হোসেন, আবুল কালাম, চান মিয়া, কহিনুর বেগম ও বেলায়েত হোসেন জানান, মাঠ শুকনো রেখে পৌষের ধান কাটা ও রবিশস্য ফলানোর জন্য প্রতি বছর অগ্রহায়ণ মাসে এলাকার সবার কাছ থেকে টাকা (চাঁদা) তুলে শাহজালাল সানু নামে এক শ্রমিক দিয়ে খালে বাঁধ দেন। বৈশাখ মাসের প্রথম দিকে সেই বাঁধ কেটে দেওয়া হয়। শাহজালাল সানু এ বছর কিছুতেই বাঁধ কেটে দেবে না, এমনকি কাউকে কাটতেও দেবেন না বলে সাফ জানিয়ে দেন। তিনি ওখানে মাছ চাষ করবেন বলেও জানান তারা। ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত সপ্তাহে বাঁধ কাটতে গেলে সানুসহ তার লোকজন বাগবিতণ্ডায় জড়ায় এবং আমাদের ওপর চড়াও হয়। স্থানীয়রা আরও জানান, বাঁধের কারণে দীর্ঘদিন পানি আটকে থাকায় প্রতিটি পুকুর ও ডোবার পানি পচে (নষ্ট) গেছে। গোসল ও রান্নার কাজে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এ পানি। এতে ডায়রিয়া, চর্মরোগ ও এলার্জিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। এ ছাড়া আমন ধানের বীজতলা তৈরি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য শাহজালাল সানু জানান, স্থানীয়রা মিলে এ বাঁধ দেওয়া হয়েছে। সবাই মিলেই আগামী কয়েক দিনের মধ্যে এটা কেটে দেওয়া হবে। এ ছাড়া তাদের ওখানে পানি আসা-যাওয়ার জন্য অন্য একটি খাল রয়েছে। সেখান থেকে পানি আসা-যাওয়া করে। বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুদ্দিন সুরুর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বাঁধ কেটে দেওয়া হবে। সমস্যা নেই। রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি জানান, বিষয়টি আমরা শুনেছি। খুব দ্রুত বাঁধ কেটে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
শিরোনাম
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
খালে বাঁধ, বীজতলা নিয়ে শঙ্কা
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর