ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকায় প্রবহমান খাল বাঁধ দিয়ে আটকিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে নিজামিয়া, চর উত্তমপুরসহ তিন গ্রামের প্রায় ২ হাজার পরিবার। পানি প্রবাহ বন্ধ থাকায় আসন্ন আমন মৌসুমের বীজতলা তৈরি নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা। সরেজমিন দেখা যায়, দীর্ঘদিন পানি চলাচল না করতে পারায় দুর্গন্ধ ছড়াচ্ছে ওই এলাকার পুকুর ও ডোবার পানি থেকে। এসব পানি ব্যবহার করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন নারী ও শিশুরা। দীর্ঘদিন পানি আটকে থাকায় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী, কবির হোসেন, আবুল কালাম, চান মিয়া, কহিনুর বেগম ও বেলায়েত হোসেন জানান, মাঠ শুকনো রেখে পৌষের ধান কাটা ও রবিশস্য ফলানোর জন্য প্রতি বছর অগ্রহায়ণ মাসে এলাকার সবার কাছ থেকে টাকা (চাঁদা) তুলে শাহজালাল সানু নামে এক শ্রমিক দিয়ে খালে বাঁধ দেন। বৈশাখ মাসের প্রথম দিকে সেই বাঁধ কেটে দেওয়া হয়। শাহজালাল সানু এ বছর কিছুতেই বাঁধ কেটে দেবে না, এমনকি কাউকে কাটতেও দেবেন না বলে সাফ জানিয়ে দেন। তিনি ওখানে মাছ চাষ করবেন বলেও জানান তারা। ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত সপ্তাহে বাঁধ কাটতে গেলে সানুসহ তার লোকজন বাগবিতণ্ডায় জড়ায় এবং আমাদের ওপর চড়াও হয়। স্থানীয়রা আরও জানান, বাঁধের কারণে দীর্ঘদিন পানি আটকে থাকায় প্রতিটি পুকুর ও ডোবার পানি পচে (নষ্ট) গেছে। গোসল ও রান্নার কাজে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এ পানি। এতে ডায়রিয়া, চর্মরোগ ও এলার্জিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। এ ছাড়া আমন ধানের বীজতলা তৈরি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য শাহজালাল সানু জানান, স্থানীয়রা মিলে এ বাঁধ দেওয়া হয়েছে। সবাই মিলেই আগামী কয়েক দিনের মধ্যে এটা কেটে দেওয়া হবে। এ ছাড়া তাদের ওখানে পানি আসা-যাওয়ার জন্য অন্য একটি খাল রয়েছে। সেখান থেকে পানি আসা-যাওয়া করে। বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুদ্দিন সুরুর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বাঁধ কেটে দেওয়া হবে। সমস্যা নেই। রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি জানান, বিষয়টি আমরা শুনেছি। খুব দ্রুত বাঁধ কেটে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
খালে বাঁধ, বীজতলা নিয়ে শঙ্কা
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর