ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকায় প্রবহমান খাল বাঁধ দিয়ে আটকিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে নিজামিয়া, চর উত্তমপুরসহ তিন গ্রামের প্রায় ২ হাজার পরিবার। পানি প্রবাহ বন্ধ থাকায় আসন্ন আমন মৌসুমের বীজতলা তৈরি নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা। সরেজমিন দেখা যায়, দীর্ঘদিন পানি চলাচল না করতে পারায় দুর্গন্ধ ছড়াচ্ছে ওই এলাকার পুকুর ও ডোবার পানি থেকে। এসব পানি ব্যবহার করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন নারী ও শিশুরা। দীর্ঘদিন পানি আটকে থাকায় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী, কবির হোসেন, আবুল কালাম, চান মিয়া, কহিনুর বেগম ও বেলায়েত হোসেন জানান, মাঠ শুকনো রেখে পৌষের ধান কাটা ও রবিশস্য ফলানোর জন্য প্রতি বছর অগ্রহায়ণ মাসে এলাকার সবার কাছ থেকে টাকা (চাঁদা) তুলে শাহজালাল সানু নামে এক শ্রমিক দিয়ে খালে বাঁধ দেন। বৈশাখ মাসের প্রথম দিকে সেই বাঁধ কেটে দেওয়া হয়। শাহজালাল সানু এ বছর কিছুতেই বাঁধ কেটে দেবে না, এমনকি কাউকে কাটতেও দেবেন না বলে সাফ জানিয়ে দেন। তিনি ওখানে মাছ চাষ করবেন বলেও জানান তারা। ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত সপ্তাহে বাঁধ কাটতে গেলে সানুসহ তার লোকজন বাগবিতণ্ডায় জড়ায় এবং আমাদের ওপর চড়াও হয়। স্থানীয়রা আরও জানান, বাঁধের কারণে দীর্ঘদিন পানি আটকে থাকায় প্রতিটি পুকুর ও ডোবার পানি পচে (নষ্ট) গেছে। গোসল ও রান্নার কাজে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এ পানি। এতে ডায়রিয়া, চর্মরোগ ও এলার্জিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। এ ছাড়া আমন ধানের বীজতলা তৈরি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য শাহজালাল সানু জানান, স্থানীয়রা মিলে এ বাঁধ দেওয়া হয়েছে। সবাই মিলেই আগামী কয়েক দিনের মধ্যে এটা কেটে দেওয়া হবে। এ ছাড়া তাদের ওখানে পানি আসা-যাওয়ার জন্য অন্য একটি খাল রয়েছে। সেখান থেকে পানি আসা-যাওয়া করে। বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুদ্দিন সুরুর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বাঁধ কেটে দেওয়া হবে। সমস্যা নেই। রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি জানান, বিষয়টি আমরা শুনেছি। খুব দ্রুত বাঁধ কেটে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
খালে বাঁধ, বীজতলা নিয়ে শঙ্কা
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর