নেত্রকোনায় আনসার বাহিনীর বার্ষিক জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বশীল ভূমিকা পালন করায় বাহিনীর ১৫ জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আশিক নুর সভাপতিত্ব করেন।