গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা রেলওয়ে স্টেশনে এগারো সিন্ধুর এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে যাত্রীরা। গতকাল আড়িখোলা রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, কালীগঞ্জ উপজেলা রাজধানী ঢাকার কাছে হওয়া সত্ত্বেও এখানকার জনসাধারণের রাজধানীর সঙ্গে যোগাযোগের ভালো কোনো ব্যবস্থা নেই। যাত্রীরা এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি আপ (৭৪৯) ও ডাউন (৭৩৮) এবং চট্টলা এক্সপ্রেস (৮০১) ও ডাউন (৮০২) আড়িখোলা রেল স্টেশনে যাত্রাবিরতির দাবি জানান।