কুষ্টিয়ায় এবার এক যুবদল নেতা ‘আওয়ামী লীগের কাউকে দেখলে রাস্তায় পিটিয়ে মারবেন’ বলে বক্তব্য দিয়েছেন। সোমবার রাতে নিমতলা বাজারে এক অনুষ্ঠানে নেতা-কর্মীদের উদ্দেশে এ বক্তব্য দেন মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম। এক মিনিট দুই সেকেন্ডের ওই ভিডিওতে রফিকুল বলেন, ‘ওই শু... বাচ্চারা আমাদের রাস্তায় বের হতে দেয়নি।’ রফিকুল ইসলাম বক্তব্যটি ফেসবুকে শেয়ার করেছিলেন। এ বিষয়ে রফিকুল বলেন, ‘গত ১৫-১৬ বছর আমরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি, তা ভাষায় বলা যায় না। সেই কষ্টের জায়গা থেকে আবেগে এ কথা বলেছি।’ তবে মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হক বলেছেন, ‘বিএনপি এ ধরনের বক্তব্য সমর্থন করে না।’