হবিগঞ্জের নবীগঞ্জে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ মিছিলে হামলার ১০ বছর পর মামলা হয়েছে। নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাসহ ২৬ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। জামায়াতে ইসলামীর নবীগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি শাহ মো. আলাউদ্দিন বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলাটি করেন। অন্য আসামির মধ্যে রয়েছেন- নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম রায়। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আমৃত্যু কারাদন্ড দেওয়া হয়। রায়ে প্রতিবাদে নবীগঞ্জে শান্তিপূর্ণ মিছিল হয়। মিছিল শুরুর পর আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা চালায়।