বগুড়ায় মায়ের লাশ দেখতে গিয়ে ট্রাকচাপায় দুই বোনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক স্কুল শিক্ষকসহ আরও পাঁচজন। শনিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- বগুড়া : গতকাল সকালে শেরপুর উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধার দক্ষিণ গিদারি গ্রামের নজরুল ইসলামে মেয়ে নূপুর আক্তার এবং ও আবদুর রশিদের মেয়ে রুনা আক্তার। তারা সম্পর্কে চাচাতো বোন। দুর্ঘটনায় নূপুরের স্বামী মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম আহত হন। তারা হতাহতরা গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন। পুলিশ জানায়, শনিবার রাতে নূপুরের মা মারা যান। খবর পেয়ে গতকাল ভোরে গাজীপুর থেকে মোটরসাইল নিয়ে নূপুর তার স্বামী রাকিবুল ও চাচাতো বোন রুনা রওনা হন। শেরপুর উপজেলার ভবানীপুর এলাকায় গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার ওপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নূপুর ও রুনা মারা যান। অপরদিকে শনিবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সারিয়াকান্দি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন সরকারের ছেলে নীরব সরকার নিহত হয়েছেন। চট্টগ্রাম : শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় বাসচাপায় নুরুল আলম (৭৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আলম সীতাকুন্ড উপজেলার উত্তর ইদিলপুর এলাকার বাসিন্দা। সিলেট : সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর বাজারে গাড়ির ধাক্কায় রিকশাযাত্রী এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা : গতকাল গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক সড়কের উপজেলার ভাঙ্গামোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাঈদ (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। চাঁদপুর : গতকাল বিকালে হাজীগঞ্জ উপজেলার বাকিলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজন হাজী (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
শিরোনাম
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’