আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা। গতকাল সকালে রাঙামাটি জিমনেসিয়াম চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা শাখার সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতাসহ জনসংহতি সমিতি জেএসএসের একাংশ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা রাঙামাটি জেলা শাখার সভাপতি সুজন চাকমার সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তিদেবী তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রুমেল চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক সৃমিত্র চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি জাতি গোষ্ঠী তারা তাদের সাংবিধানিক স্বীকৃতি চায়। পাহাড়ের মানুষকে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে নয়। আদিবাসী হিসেবে মূল্যায়ন করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে রাজধানীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মিছিলে যারা হামলা করেছে তাদেরও গ্রেপ্তারপূর্বক শাস্তি দিতে হবে।