ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করেছে জাতীয়তাবাদী যুবদল জেলা শাখা। বি.আখড়া সৈয়দপুর মডেল সারকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায় এ ক্যাম্প করা হয়। দিনব্যাপী মেডিকেল টিমে ১২ জন চিকিৎসক প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়। বিভিন্ন বিষয়ে পরমার্শও দেওয়া হয় রোগীদের। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান ঠাকুরগাঁও যুবদলের সদস্যসচিব জাহিদুর রহমান।