পটুয়াখালীর কলাপাড়ায় যৌতুকের জন্য মাফিয়া (১৭) নামে এক গৃহবধূকে হত্যার প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গতকাল সকালে কুয়াকাটার প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেছে। এ সময় বক্তৃতা করেন নিহত মাফিয়ার মা হাফিজা বেগম, বাবা হারিছ হাওলাদার ও ভাই বনি আমিন প্রমুখ।
বক্তারা বলেন, মাফিয়াকে তার স্বামী পাঞ্জুপাড়া এলাকার মেহেদী হাসান (২২) পরিবাবের সদস্যদের সহযোগিতায় পরিকল্পিভাবে হত্যা করেছে। এ ঘটনায় মামলার ১৯ দিন পেরিয়ে যাওয়ার পর আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। বক্তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।
মামলায় উল্লেখ করা হয়, ২০ মার্চ রাতে স্বামী মেহেদী হাসান তাদের নিজ বাড়িতে বসে মাফিয়াকে গলা টিপে হত্যার করা হয়েছে।