ফরিদপুরের মধুখালীতে গৃহবধূ শিলা খাতুন হত্যা মামলায় স্বামী নুর আলম ওরফে হুমায়ুনকে যাবজ্জীবন কারাদ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। যৌতুক না দেওয়ায় ২০১৮ সালের ২৩ অক্টোবর স্ত্রী শিলাকে শ্বাসরোধ করা হয়।