সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ঝিনাইদহের মহেশপুরে চলছে মাটি কাটার মহোৎসব। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি। মাটিবোঝাই ভারী ট্রাক্টর চলাচল করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়কগুলো। কোনো প্রশিক্ষণ ছাড়া অপ্রাপ্তবয়স্করা এসব ট্রাক্টর চালানোয় সড়ক দুর্ঘটনার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। মাটিখেকোদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ফসলি জমি, উঁচু ভিটা, কিংবা জলাশয়। ভেকু মেশিন দিয়ে গভীর করে মাটি কাটায় তিন ফসলি কৃষিজমি পরিণত হচ্ছে পুকুর, ডোবায়। ভাঙনের হুমকিতে পাশের জমি, বসতবাড়ি। উপজেলার চারটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে পান্তাপাড়া, নাটিমা, যাদবপুর, বাঁশবাড়িয়ার গাড়াপোতায় অবাধে কাটা হচ্ছে মাটি। এ ছাড়া প্রশাসনের অনুমতি ছাড়াই বিভিন্ন এলাকায় খনন করা হচ্ছে পুকুর। বাগানমাঠ গ্রামের মন্টু মিয়া জানান, মাটিবোঝাই ট্রাক্টর রাস্তা দিয়ে চলাচলের কারণে গ্রামীণ সড়ক যেমন নষ্ট হচ্ছে তেমন বৃষ্টি হলেই সড়ক পিচ্ছিল হয়ে ঘটছে দুর্ঘটনা। পান্তাপাড়ার আলমগীর হোসেন জানান, অপ্রাপ্তবয়স্কদের দিয়ে ট্রাক্টর চালাচ্ছেন মাটি ব্যবসায়ীরা, যাদের কোনো ড্রাইভিং প্রশিক্ষণও নেই। ফলে সড়কে চলাচল করতে গিয়ে শিক্ষার্থীসহ পথচারীরা থাকেন আতঙ্কে। বাগানমাঠ গ্রামের বাসিন্দা মাটি ব্যবসায়ী মুকুল মিয়া বলেন, ‘আমরা বাঁশবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শফিউদ্দিনের সঙ্গে কথা বলেই মাটি কাটার কাজ শুরু করেছি।’ তিনি আরও বলেন, রাস্তা সবার জন্য, মাটিবোঝাই ট্রাক্টর রাস্তায় চললে মাটি পড়াটা স্বাভাবিক। পান্তাপাড়া গ্রামের মাটি ব্যবসায়ী সুমন বলেন, ‘আমি প্রশাসনের সঙ্গে কথা বলে মাটি কাটতে এসেছি।’ বাঁশবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শফিউদ্দিন বলেন, ‘এ ইউনিয়নে অবৈধভাবে মাটি তোলা হচ্ছে কি না আমার জানা নেই। খোঁজখবর করে ব্যবস্থা নেওয়া হবে।’ মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা খাতুন বলেন, ‘কোথাও মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন তথ্য থাকলে আমাকে জানাবেন। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
শিরোনাম
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
অবৈধভাবে মাটি কাটার মচ্ছব
নষ্ট হচ্ছে ফসলি জমি, ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর