সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ঝিনাইদহের মহেশপুরে চলছে মাটি কাটার মহোৎসব। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি। মাটিবোঝাই ভারী ট্রাক্টর চলাচল করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়কগুলো। কোনো প্রশিক্ষণ ছাড়া অপ্রাপ্তবয়স্করা এসব ট্রাক্টর চালানোয় সড়ক দুর্ঘটনার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। মাটিখেকোদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ফসলি জমি, উঁচু ভিটা, কিংবা জলাশয়। ভেকু মেশিন দিয়ে গভীর করে মাটি কাটায় তিন ফসলি কৃষিজমি পরিণত হচ্ছে পুকুর, ডোবায়। ভাঙনের হুমকিতে পাশের জমি, বসতবাড়ি। উপজেলার চারটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে পান্তাপাড়া, নাটিমা, যাদবপুর, বাঁশবাড়িয়ার গাড়াপোতায় অবাধে কাটা হচ্ছে মাটি। এ ছাড়া প্রশাসনের অনুমতি ছাড়াই বিভিন্ন এলাকায় খনন করা হচ্ছে পুকুর। বাগানমাঠ গ্রামের মন্টু মিয়া জানান, মাটিবোঝাই ট্রাক্টর রাস্তা দিয়ে চলাচলের কারণে গ্রামীণ সড়ক যেমন নষ্ট হচ্ছে তেমন বৃষ্টি হলেই সড়ক পিচ্ছিল হয়ে ঘটছে দুর্ঘটনা। পান্তাপাড়ার আলমগীর হোসেন জানান, অপ্রাপ্তবয়স্কদের দিয়ে ট্রাক্টর চালাচ্ছেন মাটি ব্যবসায়ীরা, যাদের কোনো ড্রাইভিং প্রশিক্ষণও নেই। ফলে সড়কে চলাচল করতে গিয়ে শিক্ষার্থীসহ পথচারীরা থাকেন আতঙ্কে। বাগানমাঠ গ্রামের বাসিন্দা মাটি ব্যবসায়ী মুকুল মিয়া বলেন, ‘আমরা বাঁশবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শফিউদ্দিনের সঙ্গে কথা বলেই মাটি কাটার কাজ শুরু করেছি।’ তিনি আরও বলেন, রাস্তা সবার জন্য, মাটিবোঝাই ট্রাক্টর রাস্তায় চললে মাটি পড়াটা স্বাভাবিক। পান্তাপাড়া গ্রামের মাটি ব্যবসায়ী সুমন বলেন, ‘আমি প্রশাসনের সঙ্গে কথা বলে মাটি কাটতে এসেছি।’ বাঁশবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শফিউদ্দিন বলেন, ‘এ ইউনিয়নে অবৈধভাবে মাটি তোলা হচ্ছে কি না আমার জানা নেই। খোঁজখবর করে ব্যবস্থা নেওয়া হবে।’ মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা খাতুন বলেন, ‘কোথাও মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন তথ্য থাকলে আমাকে জানাবেন। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
শিরোনাম
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০
- পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকিবুল-আকবরের ঝড়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- বাকেরগঞ্জ ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার
অবৈধভাবে মাটি কাটার মচ্ছব
নষ্ট হচ্ছে ফসলি জমি, ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর