দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লালমনিরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল হাবিবকে সংগঠনের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আসাদুল হাবিবকে সংগঠনের সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।