গাইবান্ধার সাদুল্লাপুরে ২২০ পিস ইয়াবাসহ আবদুর রাজ্জাক শেখ (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সকালে উপজেলার দক্ষিণ কাজিবাড়ী সন্তোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবদুর রাজ্জাক শেখ ওই এলাকার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার দক্ষিণ কাজিবাড়ী সন্তোলা এলাকায় অভিযান চালানো হয়।