লক্ষ্মীপুরে গতকাল বাসচাপায় এক মাদরাসাছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ ছাড়া গোপালগঞ্জ, ব্রাহ্মণবড়িয়া, নাটোর, নওগাঁ, হবিগঞ্জ, রাজবাড়ী ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্যসহ আরও সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর-
লক্ষ্মীপুর : রায়পুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় মরিয়ম আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রী নিহত এবং দুজন আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। গতকাল বিকালে উপজেলার সোনাপুর এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ ঘটনা ঘটে। এতে ওই রুটে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। নিহত মরিয়ম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ইসমাইল হোসেনের মেয়ে। সে রায়পুরের রাখালিয়া দারুল উলুম মহিলা মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
গোপালগঞ্জ : কোটালীপাড়ায় বাসের ধাক্কায় ভ্যানগাড়িতে থাকা মান্নান হাওলাদার মনু (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোর : নাটোর-পাবনা মহাসড়কের কয়েন কবরস্থান এলাকায় গতকাল প্রাইভেট কার চাপায় হাসান আলী (৫৫) নামে এক ভ্যানচালক মারা গেছেন।
নওগাঁ : মান্দায় দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাককে পাথরবোঝাই ট্রাক ধাক্কা দিলে এক হেলপার নিহত ও চালক আহত হয়েছেন।
হবিগঞ্জ : মাধবপুরে গতকাল পিকআপের ধাক্কায় এনায়েতুর রহমান (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রাজবাড়ী : পাংশায় গতকাল দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাদ বিশ্বাস (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
টঙ্গী (গাজীপুর) : টঙ্গীতে গতকাল বাসের ধাক্কায় শাহিন নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : সড়ক দুর্ঘটনায় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কোব্বাত হোসেন মারা গেছেন।