কক্সবাজারের টেকনাফে ২ লাখ পিস ইয়াবা, ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন মো. ফরিদ আলম (৪০), মো. নুরুল আফছার (২১), মো. শওকত আলম (১৯) ও মো. আকিল (১৮)। তারা টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা। মাছ ধরার ওই নৌকায় ইয়াবা পাচারের চেষ্টা করেছিলেন তারা। র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক গতকাল এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে টেকনাফ উপজেলার সাবরাং ১নং ওয়ার্ডের মুন্ডার ডেইল ঘাট এলাকায় অভিযান চালায় র্যাব। মাদক কারবারিরা ইয়াবার বড় চালান পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় আবদুল গফুরের ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়। পরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা ও ১ লাখ টাকার মাছ ধরার জাল উদ্ধার করেন।
এ সময় ওই চার ইয়াবা কারবারিকে আটক করা হয়। সহযোগী আবদুল গফুর (৩৫) দৌড়ে পালিয়ে যান। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।