নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলার সাংস্কৃতিক সম্পাদক শামিমা পারভীন রত্নাকে আটক করা হয়েছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মুরাদ হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে তাদের আটক করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর- ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মুরাদ হোসেন ভূঁইয়াকে দেশ ত্যাগের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। পুলিশ গতকাল তাকে আখাউড়া থানায় নিয়ে আসে। সাতক্ষীরা : সাতক্ষীরা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্নাকে নাশকতার মামলায় আটক করেছে পুলিশ। রাত ১১টার দিকে শহরের মেহেদী মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।