মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রীকে পরকীয়ার অপবাদ দিয়ে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই নারীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বুধবার হলেও জানাজানি হয়েছে শুক্রবার রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ সেপ্টেম্বর মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার মফিজ সরদারের ছেলে সোহাগ সরদার তার ভাড়াটিয়া ওই প্রবাসীর স্ত্রীকে কৌশলে গেস্টরুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। তিনি ঘটনাটি সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণ করে ওই নারীকে ব্ল্যাকমেইল করতে থাকেন। পরে সেই ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ১ অক্টোবর সোহাগ সরদারের ছোট ভাই জসিম সরদার ওই নারীকে পরকীয়ার অপবাদ দিয়ে নির্যাতন করেন। পরে আরও কয়েকজন ওই নারীর কক্ষে প্রবেশ করে মারধর করেন। একপর্যায় তারা খুন্তি গরম করে ওই নারীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দেন। তাকে দড়ি দিয়ে বেঁধে ঘরে আটকে রাখা হয়। পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ও হাসপাতালে ভর্তি করেন। ওই নারী বলেন, ওরা প্রভাবশালী, এলাকার কেউ কিছু বলার সাহস করে না। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করেছে।
মাদারীপুর সদর থানার ওসি বলেন, এ বিষয় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।