কক্সবাজারসহ সারাদেশে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে আজ সোমবার দুপুরে শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
ইউনিটের সভাপতি রেজাউল হাবিব রেজার নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।
কর্মসূচি থেকে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করা হয়। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানেরও দাবি জানানো হয়।
বিডি-প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ আফরোজ