লালমনিরহাট আন্তঃজেলা মোটরসাইকেল চোরের সর্দার ও দুর্ধর্ষ সন্ত্রাসী শামীমকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়ে দুই পুলিশ কর্মকতা গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় এ এস আই বাবুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রাতে সদর উপজেলার মহেন্দ্রনগর রেলস্টেশন এলাকায় আসামী ধরার সময় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, শামীম দীর্ঘদিন লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানের মোটর সাইকেল চুরির সিন্ডিকেটের নের্তৃত্ব দিয়ে আসছিলেন। শামীমের নামে সদর থানায় একাধিক মামলা রয়েছে এবং এর আগেও শামীমকে গ্রেফতার করা হয়েছিল।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ জানতে পারে দুর্ধর্ষ শামীমসহ অন্যান্য ওয়ারেন্টভুক্ত আসামিরা শামীমের বাড়িতে অবস্থান করছে। খবর পেয়ে থানার এএসআই বাবলু এবং নুরুল হক ফোর্স নিয়ে শামীমের বাড়িতে যায়। এসময় গ্রেফতার এড়াতে শামীমের বাড়িতে থাকা অন্যান্য আসামিরা লাঠিসোটা নিয়ে হামলা চালায় পুলিশের উপর। এক পর্যায়ে শামীমের স্ত্রী ক্রিকেট ব্যাট দিয়ে এএসআই বাবলুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মাঠিতে পড়ে যান তিনি। এসময় অপর এএসআই নুরুল হক এগিয়ে এলে তার উপরও হামলা চালায় আসামিরা।
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত অফিসারদের উদ্ধার করে অভিযান চালিয়ে দূর্ধষ সন্ত্রাসী শামীম এবং তার স্ত্রী লাইলী বেগম ও আইনুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, আহত পুলিশ অফিসার শংকামুক্ত, পুলিশের উপর হামলাকারী দুই অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ আফরোজ