ফেনীর পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা রাকিব হায়দারকে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেছে পুলিশ। সোমবার দুপুরে ফেনীর দ্রুত বিচার আদালতের বিচারক বদিউল আলমের আদালতে চার্জশিট প্রদান করেন পরশুরাম থানার পরিদর্শক আবুল কাশেম।
এদিন মামলার প্রধান আসামি খাইরুল বাশার তপন, জসিম উদ্দিন বুইজ্জা, আবদুল মান্নান, যুবলীগ নেতা পারভেজ, রাশেদুল হাসান রাশু, নাছির উদ্দিন, আবু তৈয়ব মাসুম, ফারুক আহম্মেদ (৮ আসামি) জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। ২৬ মে মামলার পরবর্তী তারিখ ধার্য্য করেন।
খাইরুল বাশার তপন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বুইজ্জা চিথলীয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মান্নান পরশুরাম পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও শ্রমিক লীগের আহ্বায়ক।
প্রসঙ্গত, ৬ মে সকালে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরে যাওয়ার সময় পথিমধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়েরুল বাশার তপন তাকে তার প্রতিষ্ঠিত ন্যাশনাল কিন্ডার গার্টেন পরিদর্শনের জন্য নামানোর চেষ্টা করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাধা দিলে তিনি ও তার সহযোগীরা ক্ষেপে গিয়ে তাকে শারীরকিভাবে লাঞ্ছিত করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
বিডি-প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ আফরোজ