চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের মনোহরপুর সীমান্তে বিএসএফের গুলিতে সেলিম উদ্দিন (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই ইউনিয়নের দোভাগী স্কুল ছ্যাম গ্রামের আবদুস সালামের ছেলে।
এদিকে এ ঘটনায় মামলাসহ অন্যান্য হয়রানীর ভয়ে ঘটনা জানাজানির আগেই রাত সাড়ে ৩ টার দিকে তড়িঘড়ি করে তার লাশ দাফন করা হয়।
এ ব্যাপারে ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল এমএম আবুল এহসান জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
এলাকাবাসী জানায়, সেলিম উদ্দিন রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মনোহরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনার সময় ভারতের অভ্যন্তরে রেস ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় তার সঙ্গীরা লাশ নিয়ে পালিয়ে আসে এবং ঐ রাতেই তার দাফন সম্পন্ন করে।
বিডি প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ হিমেল-০৩