শিক্ষিকা ধর্ষণের বিচার ও আভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঝাড়ু মিছিল করেছেন শিক্ষার্থী, আভিভাবক ও এলাকাবাসী।
এলাকাবাসীর দাবির মুখে অভিযুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ।
সোমবার বেলা ১২ টার দিকে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষ মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে ঝাড়ু হাতে অংশ নেয় এলাকার কয়েকশ নারী। বিক্ষোভরত নারীরা অভিযুক্তর শাস্তি নিশ্চিত না করে ঘরে ফিরবেন না বলে মিছিল থেকে ঘোষণা দেন। এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদ বিক্ষোভ কারীদের বিচারের নিশ্চয়তা দিয়ে শান্ত করেন। এরপর বিদ্যালয় পরিচালনা পরিষদ জরুরি বৈঠক ডেকে অভিযুক্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করলে বিক্ষোভকারীরা বাড়ি ফিরে যায়।
উল্লেখ্য শুক্রবার কুষ্টিয়ায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে গিয়ে একটি আবাসিক হোটেলে মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম তার বিদ্যালয়ের খন্ডালীন এক শিক্ষিকাকে ধর্ষণ করে। ওই শিক্ষিকা বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শরিফুল ইসলামের নামে তিনি কুষ্টিয়া সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে গাঢাকা দিয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক শরিফুল।
বিডি-প্রতিদিন/ ১৬ মে ১৬/ সালাহ উদ্দীন