নাটোরে শামীম আহমেদ (৩৫) নামে এক যুবকের হাত-পা বাঁধা গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত শামীম আহমেদ বড়াইগ্রাম উপজেলার জামাইদিঘি গ্রামের জনাব আলীর ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ও স্থানীয়রা জানান, শামীম আহমেদ গুরুদাসপুরে তার এক আত্মীয়ের বাড়িতে থেকে লিচু বাগান পাহারা দেওয়ার পাশপাশি অটোরিক্সা চালাতো। রবিবার সে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয় লোকজন নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের পিছনের রাস্তায় হাত-পা বাঁধা গলাকাটা অবস্থায় শামীমের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিক্সা ছিনতাই করে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে শামীমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ভাই রমিজ আলী বাদি হয়ে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৬ মে ১৬/ সালাহ উদ্দীন