বরিশাল ঢাকা সহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদীতে শ্যালো ইঞ্জিন চালিত টমটমের ধাক্কায় গৌরঙ্গ চন্দ্র দাস নামে এক পান ব্যবসায়ী নিহত এবং একজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে এই দুর্ঘটনায় আহত গৌরাঙ্গকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গৌরঙ্গ দাসের বাড়ি বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামে।
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবিদ জানান, ইচলাদী বাজারে পান বিক্রি করে ভ্যান যোগে নিজ বাড়িতে ফিরছিলেন গৌরাঙ্গ। পথে বিপরীতমুখী টমটমের ধাক্কায় গৌরঙ্গ এবং সুশীল নামে আরেক যাত্রী আহত হন। স্থানীয়রা ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় গৌরাঙ্গকে শেবাচিমে ভর্তির পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৬ মে ১৬/ সালাহ উদ্দীন