নওগাঁর রানীনগরে যৌতুকের দাবিতে স্বামী ও স্বজনরা মিলে জেমি আক্তার (২২) নামের এক গৃহবধূকে মারপিট করে মাথার চুল কেটে দিয়েছে।
এ ঘটনায় সোমবার স্বামীসহ তিনজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ স্বামী টিটু (২৫) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা গেছে, উপজেলার সদরের পশ্চিম বালুভরা গ্রামের জিন্নাহ আলীর মেয়ে জেমি আক্তারের সঙ্গে একই গ্রামের সায়ের আলীর ছেলে টিটুর সাথে গত ৬ বছর আগে বিয়ে হয়। সেই সময় যৌতুক হিসেবে কিছু টাকা নিলেও আরো যৌতুকের দাবিতে জেমিকে নানা ভাবে চাপ দিতে থাকে। এর মধ্যে তাদের সংসারে সানিয়া ও মরিয়ম নামের দুটি কন্যা সন্তানের জন্ম নেয়। জেমির বাবা তার মেয়ের সংসারের সুখ-শান্তির জন্য কিছু টাকা জামাই টিটুকে দেয়। এরপরেও নির্যাতন দিনদিন বেড়েই চলে। এরই ধারাবাহিকতায় চলতি মাসের ২ তারিখ রাতে জেমির স্বামী ও তার বোন রঙ্গিলা বেগম বেধড়ক মারপিট করে জেমিকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর টিটু ও তার আত্মীয়রা গত ১৪ মে সন্ধ্যায় জেমির বাবার বাড়িতে গিয়ে আপোষ-মিমাংসার কথা বলে জেমিকে নিয়ে আসে এবং ওই রাতেই বেধড়ক মারপিট করে মাথার চুল কেটে দেয়। এ ব্যাপারে গৃহবধূ জেমি আক্তার বাদি হয়ে স্বামী টিটু, শ্বশুর ও ননদকে আসামী করে সোমবার সকালে থানায় মামলা দায়ের করলে পুলিশ টিটুকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
রানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জেমির স্বামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ মে ১৬/ সালাহ উদ্দীন