মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি সার্বজনীন কালি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে আলীনগর ইউনিয়নের রাজারচর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ৪টি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির জানান, ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী খগেন মন্ডল 'বল' প্রতিক ও নান্নু মোল্লা 'মোরগ' প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেয়। ভোট গননা শেষে উভয়ে ৩৪৪ ভোট পায়। ফলে ওই সময় কাউকেই বিজয়ী ঘোষনা করেনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
এ নিয়ে নির্বাচনের পর থেকে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরই জেরে রবিবার রাতে খগেন মন্ডলের বাড়িতে ককটেল ফাটিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে বাড়ির পাশে সার্বজনীন কালি মন্দিরে থাকা শীতলা, রক্ষা, মনসা ও কালি মূর্তি ভাংচুর করে দুর্বৃত্তরা। এরপর ওই মন্দিরে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা। দুর্বৃত্তদের দেয়া আগুনে মন্দিরের সামনের এক তৃতীয়াংশ পুড়ে গেছে।
আজ সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া দোষীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ হিমেল-০৮