প্রকল্প বিরোধের জেরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম ফখরুল ইসলাম ফিরোজের কার্যালয়ে সোমবার দুপুরে তাল ঝুলিয়েছেন ভাইস চেয়ারম্যান।
কলমাকান্দা থানার ওসি এ কে এম মিজানুর রহমান জানান, প্রায় আড়াই বছর ধরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম ফখরুল ইসলাম ফিরোজের সাথে ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকনের দ্বন্দ্ব চলে আসছে। মূলত উপজেলার উন্নয়ন প্রকল্প নিয়েই দুইজনের মধ্যে এই বিরোধ। এর জেরে দুপুরে চেয়ারম্যানের কার্যালয়ের দরজা বন্ধ করে তালা লাগিয়ে দেন ভাইস চেয়ারম্যান।
ওসি আরো জানান, উপজেলা চেয়ারম্যান ঢাকায় রয়েছেন। ঢাকা থেকে চেয়ারম্যান কলমাকান্দায় ফিরে ভাইস চেয়ারম্যানের সাথে বসে কথা বলে মিটমাট করে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এনিয়ে এখন নাগাদ আইনগত কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ১৬ মে ১৬/ সালাহ উদ্দীন