অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ কুমার মণ্ডলকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
একটি অস্ত্র মামলায় তিনি সোমবার যশোর আদালতে হাজিরা দিতে গেলে জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, ২০১৪ সালের ২৩ নভেম্বর অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান খুন হন। এ ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলায় চার্জশিটভুক্ত আসামি পরিতোষ কুমার মন্ডল। এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন নেন। এই জামিনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে কিনা- সে সংক্রান্ত কোন কাগজপত্র আজ আদালতে দেখাতে ব্যর্থ হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ কুমার এবারও ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। আগামি ২৮ মে এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/ ১৬ মে ১৬/ সালাহ উদ্দীন