ঝালকাঠি গাবখান ব্রীজে টোল আদায়কে কেন্দ্র করে স্থানীয় গাড়ির মালিকের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পর মুত্যু হয়েছে আদায়কারীর।
রবিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে (পিজি) মারা যায় জাহিদ।
গত ১০মে সন্ধ্যা ৭ টায় ঝালকাঠির গাবখান ব্রিজের টোল আদায়কারী জাহিদ স্থানীয় ট্রলি মালিক মিজানের কাছে টোলের টাকা চায়। মিজান স্থানীয় প্রভাব খাটিয়ে ব্রিজের টোল না দেয়ায় তাদের মধ্যে বাক বিতণ্ডা হয়। পরে মিজান ও তার সাথে থাকা পশ্বিম ঝালকাঠি এলাকার মিরাজ উত্তেজিত হয়ে জাহিদকে মারধর শুরু করে এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। মিজান মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে জাহিদকে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় জাহিদের পিতা ফারুক হোসেন হাওলাদার বাদি হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/ ১৬ মে ১৬/ সালাহ উদ্দীন