বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যংয়ে সন্ত্রাসী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।
মঙ্গলবার দিনগত রাত পৌনে একটার দিকে ইউনিয়নের অংগ্য পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী।
নিহতরা হলেন- উক্যহ্লা মারমা (৩২) ও হ্লামং (২৫)। তাদের বাড়ি বান্দরবান জেলার লামা উপজেলায়।
রোয়াংছড়ির আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গা জানান, গভীর রাতে ওই দুই যুবক থুই সা চিং মারমা নামে এক পাড়া কার্বারির ছেলের ওপর হামলা চালাতে গেলে স্থানীয় লোকজন তাদের সন্ত্রাসী সন্দেহে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি ওমর আলী জানান, খবর পেয়ে সকালে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
বিডি-প্রতিদিন/০৭ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব